• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু


নাটোর প্রতিনিধি জুন ১৫, ২০২২, ০৩:৩৩ পিএম
সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

ফাইল ছবি

নাটোর: নাটোরের সিংড়ায় সাপের কামড়ে আজেদ আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) রাত ৯ টায় মারা যান তিনি। আজেদ আলী উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া গ্রামের মৃত খাদেম আলী পুত্র।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে তার পাটের জমি দেখতে বিলে যায় আজেদ আলী। এসময় তার বাম পায়ে একটি বিষাক্ত সাপে কামড় দেয়। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

সোনালীনিউজ/জি/এসআই

Wordbridge School
Link copied!