• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ব্যবসায়ী জিহাদ রহমানের বাসায় ডাকাতি, হত্যার উদ্দেশ্যে মারধর (ভিডিও)


চট্টগ্রাম প্রতিনিধি জুন ১৯, ২০২২, ০৫:০৫ পিএম
ব্যবসায়ী জিহাদ রহমানের বাসায় ডাকাতি, হত্যার উদ্দেশ্যে মারধর (ভিডিও)

ছবি : সংগৃহীত

চট্টগাম : চট্টগামে শিল্পকলা এলাকায় বাড়ির ভেতরে ঢুকে হামলা চালিয়ে ৫০ ভরি স্বর্ণ, নগদ অর্থ, মোবাইল লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। ভবন দখল ও সম্পত্তি লুটপাটের উদ্যেশে এই হামলা বলে জানিয়েছেন ভুক্তভোগী সৈয়দ জিহাদ রহমান (৭৪)। 

রোববার (১৯ জুন) রাত ১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। 

তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। রাতেই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

এসময় ভবনে থাকা সিকিউরিটি গার্ডের উপর হামলা ও মারধর করে দুইজনকে ধরে নিয়ে যায় মুখোশদারী সন্ত্রাসীরা। এর মধ্যে ভবন মালিকের ছেলে সৈয়দ হামাদ রহমান (৩১) কেও নিয়ে যায়, এর পর তাদের আড়াই ঘণ্টা রেখে হুমকি দিয়ে ছেড়ে দেয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!