• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সিগন্যালবারে ধাক্কা লেগে ট্রেনযাত্রী নিহত


দিনাজপুর প্রতিনিধি জুন ২৩, ২০২২, ০৩:৩৫ পিএম
সিগন্যালবারে ধাক্কা লেগে ট্রেনযাত্রী নিহত

দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে সিগন্যালবারের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের (১৪) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনমথপুর স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিল।

পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী জানান, সকাল সাড়ে ৯টার দিকে মনমথপুর এলাকা পার হওয়ার সময় অজ্ঞাত পরিচয়ের এক যুবক মাথা বের করলে সিগনাল বারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। কিছু সময়ের জন্য বাংলাবান্ধা ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!