• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রথমবারের মতো পদ্মা সেতু পার হলো ১০ বাস


নিজস্ব প্রতিবেদক জুন ২৫, ২০২২, ০৬:২৮ পিএম
প্রথমবারের মতো পদ্মা সেতু পার হলো ১০ বাস

ঢাকা: প্রমত্তা পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬শে জুন থেকে পদ্মার বুক চিরে দুরন্ত গতিতে ছুটবে গাড়ি। 

এদিকে, উদ্বোধনের দিনই পদ্মা সেতু পার হলো ১০টি বাস।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সেতুর ওপর দিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশে রওনা হন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রথম যাত্রী হিসেবে ৭৫০ টাকা টোল দিয়ে পার হন। প্রধানমন্ত্রী পার হওয়ার পর পরই সেতুতে মানুষের ঢল নামে। এ সময় অনেকে হেঁটে সেতুতে উঠে পড়েন এবং নিজেকে মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করেন।

এরপর সেতু পার হয় দশটি বাস। বাসগুলো ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে চলাচল করে।

প্রথম সেতু পারাপারের বিষয়ে গ্রিনলাইন পরিবহণের ব্যবস্থাপক রাকিবুল হক গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের ১০টি বাস গেছে। এই বাসগুলো প্রথম পদ্মা সেতু পার হয়েছে। এসব বাসে বিভিন্ন মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গেছেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!