• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

মেডিকেলের সামনে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি জুলাই ৬, ২০২২, ১১:০২ এএম
মেডিকেলের সামনে ট্রাকচাপায় মা-মেয়ের মৃত্যু

ছবি: সংগৃহীত

দিনাজপুর: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।

বুধবার (৬ জুলাই) সকালে দিনাজপুর সদর কোতোয়ালি থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তানভিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

সদর কোতোয়ালি থানার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তানভিরুল ইসলাম বলেন, বুধবার ভোরে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি ট্রাক মা ও মেয়েকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতালে রয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!