• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর টোল প্লাজা


মুন্সিগঞ্জ প্রতিনিধি জুলাই ৯, ২০২২, ০৫:৩২ পিএম
বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর টোল প্লাজা

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ: পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার ২ নম্বর বুথ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে বুথটি দিয়ে সাময়িক টোল আদায় বন্ধ রাখা হয়েছে।

সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান সকাল সাড়ে ১০টায় বলেন, বাসের ধাক্কায় একটি বুট ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ থাকলেও বাকি চারটি বুথ সচল রয়েছে।

এ ব্যাপারে পদ্মা সেতুর উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বলেন, শরীয়তপুর পরিবহনের একটি বাসের ধাক্কায় টোল প্লাজার ২ নম্বর বুথ দুমড়েমুচড়ে দক্ষিণ দিকে হেলে গেছে। ওই বুথ দিয়ে টোল আদায় বন্ধ রয়েছে।

বাসটিকে আটক করা হয়েছে। সেতু টোল আদায় কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!