• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

কয়রায় বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষে, তলিয়ে যেতে পারে ১২ গ্রাম


খুলনা প্রতিনিধি জুলাই ১৭, ২০২২, ১২:২৯ পিএম
কয়রায় বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষে, তলিয়ে যেতে পারে ১২ গ্রাম

ছবি : সংগৃহীত

খুলনা : খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখা এলাকায় বেড়িবাঁধ ভেঙে কপোতাক্ষ নদের গর্ভে গেছে। রোববার (১৭ জুলাই) সকালে ভাঙন শুরু হয়। দুপুরের মধ্যে জোয়ারের পানিতে বিস্তৃত এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

এলাকাবাসী সূত্রে জানা গেছ, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা কানের গোড়ায় বেড়িবাঁধের অর্ধেকের বেশি কপোতাক্ষ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রোববার ভোরের দিকে বাঁধ ভেঙে নদীতে চলে যায়। যেকোনো সময় বাঁধ পুরোপুরি ভেঙে গিয়ে তলিয়ে যেতে পারে ১২ থেকে ১৪টি গ্রাম।

সাবেক ইউপি সদস্য মাসুদ বলেন, নদীতে জোয়ার আসছে। বৈরী আবহাওয়ার মধ্যে আমরা স্থানীয়রা বাঁধ মেরামতের চেষ্টা করছি।

স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি সরদার বলেন, ভোর ৪টার দিকে চরামুখা খালের এক পাশের রাস্তা ভেঙে নদীতে নেমে গেছে। রাস্তাটি দীর্ঘ দিন ধরে নাজুক অবস্থায় ছিল। প্রায় দুই চেইন রাস্তা কপোতাক্ষ নদে বিলীন হয়ে গেছে। অনেকের ঘরবাড়ি ভাঙতে শুরু করেছে। এখন ভাটা থাকায় ঘেরের পানি নদীতে নামছে। স্বেচ্ছাসেবায় বাঁধ মেরামতের কাজ চলছে। দুপুরের জোয়ারে বিস্তৃত এলাকা আবারও প্লাবিত হতে পারে।

তিনি আরও বলেন, এর আগেও এই এলাকায় কয়েকবার ভাঙন হয়েছে। সে সময় ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের সময় যেভাবে পানি ঢুকবে তাতে বেদকাশী ইউনিয়নের ১৪ গ্রাম তলিয়ে যাবে। ১৪ গ্রামে প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করে। ভাঙন দেখা দেওয়ায় এসব মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!