• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

বাস-ট্রেন সংঘর্ষে প্রাণ গেল ৪ শ্রমিকের


গাজীপুর প্রতিনিধি জুলাই ২৪, ২০২২, ১০:৩৩ এএম
বাস-ট্রেন সংঘর্ষে প্রাণ গেল ৪ শ্রমিকের

ছবি : সংগৃহীত

শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চার জন হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের বরমী ইউনিয়নের মাইজপাড়া ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজপাড়া  ক্রসিং পার হওয়া একটি শ্রমিকবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

গাজীপুর রেলপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ এ ঘটনায় একজন নিহতের সংখ্যা জানান। তবে স্থানীয়রা জানান, এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া অনেকেই আহত হয়েছেন। 

আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!