• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

ট্রাক্টর উল্টে পুকুরে, চাপা পড়ে চালকের মৃত্যু


জয়পুরহাট প্রতিনিধি জুলাই ২৫, ২০২২, ১২:৪৬ পিএম
ট্রাক্টর উল্টে পুকুরে, চাপা পড়ে চালকের মৃত্যু

জয়পুরহাট : জয়পুরহাটে ট্রাক্টরের ইঞ্জিন উল্টে পুকুরে পড়ে চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পুরানাপৈল ইউনিয়নের পূর্ব পুরানাপৈল আনারুল মণ্ডল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ট্রাক্টর চালকের নাম মো. হানিফ আলী (৪৫)। তিনি ওই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, হানিফ আলী ট্রাক্টরের ইঞ্জিন দিয়ে জমি চাষ করত। গত রাত একটার দিকে ট্রাক্টরের ইঞ্জিন চালিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় রাস্তাটি পিচ্ছিল থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়। এসময় গাড়ির নিচে হানিফ আটকা পড়ে।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি রাতে হওয়ায় কেউ জানতে পারেনি। ভোর রাতে ওই রাস্তা দিয়ে লোকজন চলাচলের সময় গাড়িটি দেখতে পায়। পরে তার পরিবারকে জানানো হলে ট্রাক্টর থাকায় হানিফকে খুঁজে পাওয়া যায়নি। তখন ট্রাক্টরের নিচে খোঁজাখুঁজি করে হানিফের লাশ পাওয়া যায়।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!