• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

দাম কমেছে কাঁচামরিচের 


হিলি প্রতিনিধি আগস্ট ১৪, ২০২২, ০৫:১৯ পিএম
দাম কমেছে কাঁচামরিচের 

হিলি: দিনাজপুরের হিলিতে খুচরা ও পাইকারি বাজারে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। ভারত থেকে আমদানি হওয়ার ফলে দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা। এতে কিছুটা স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। 

রবিবার (১৪ আগস্ট) দুপুরে হিলি বাজারে ঘুরে এ তথ্য পাওয়া যায়। 

গত এক সপ্তাহ আগে দেশীয় কাঁচামরিচ বিক্রি হয়েছিল ২৪০ টাকা কেজি। ভারত থেকে কাঁচামরিচ আমদানি হওয়ায় দাম কমেছে কেজিতে ৪০ টাকা। বর্তমান খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। 

হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, ‘বর্তমান নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম বাড়ছে। সেই অনুযায়ী সবজির দামটা একটু কম। তবে কয়েকদিন আগে দেশীয় কাঁচা মরিচের দাম যেভাবে বাড়তে শুরু করেছিল তাতে মনে হয়েছিল যে নিম্ন আয়ের মানুষরা কাঁচামরিচ আর কিনতে পারবে না। তবে ভারত থেকে কাচামরিচ আসার পর দাম কিছুটা কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। এক সপ্তাহ আগে কাঁচামরিচ বিক্রি করেছি ২৪০ টাকা কেজি। আর আজকে বিক্রি করছি ২০০ টাকা কেজি।’ 

হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা শাহালম নামের এক ক্রেতা বলেন, ‘আমি বাজার করতে আসছিলাম। এসে দেখি নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে গেছে। শুধু কাঁচামরিচের দামটা কিছুটা কমছে। এখন ২০০ টাকা কেজি নিচ্ছে। তবে আরো কমলে আমাদের নিম্ন আয়ের মানুষদের জন্য একটু ভালো হয়। তবে অন্যান্য জিনিসপত্র যেমন পেয়াজ, আদা, রসুন, শুকনো মরিচ সয়াবিন তেলের দামটা আবারও বাড়ছে। এই পণ্যগুলোর দাম যদি কমতো তাহলে ভালো হতো।’

সোনালীনিউজ/এম
 

Wordbridge School
Link copied!