• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত


লক্ষ্মীপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১১, ২০২২, ১০:৫৭ এএম
কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ডভ্যান চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে  উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- আরিফ হোসেন (২১) ও জাকির হোসেন (২৫)। আরিফ উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার মো. সেলিমের ছেলে ও জাকির একই এলাকার হাফিজ উল্লাহর ছেলে। 

এ সময় স্বপ্না আক্তার (২৫) নামে এক নারী ও তার মেয়ে মীম আক্তার (৪) আহত হয়েছেন।  আহত স্বপ্নাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বপ্না একই এলাকার মো. সুমনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় কমলনগর থেকে কাভার্ডভ্যানটি আসছিল। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে কাভার্ডভ্যানটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। 

সোনালীনিউজ/জেইউ/এসআই

Wordbridge School
Link copied!