• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

রেললাইনে পড়ে আছে ছেলের মরদেহ, পাশে বাবার আহাজারি


পাবনা প্রতিনিধি সেপ্টেম্বর ২৪, ২০২২, ০২:৩২ পিএম
রেললাইনে পড়ে আছে ছেলের মরদেহ, পাশে বাবার আহাজারি

ইনসাইটে ছেলে ইমতিয়াজ, রেললাইনে ইসাহাক আলীর আহাজারি।

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর হাসানুজ্জামান ইমতিয়াজ (২২) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিহত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮ টায় ঈশ্বরদীর পাশ্ববতী লালপুর উপজেলা আব্দুলপুর ষ্টেশনে কমিউটার চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত ঐ শিক্ষার্থী ইমতিয়াজ ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার ইসাহাক আলীর ছেলে। তিনি রাজশাহী ররেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ছিলেন।

আব্দুলপুর জংসন স্টেশনের মাস্টার জিয়াউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, সকাল ৭টার দিকে কমিউটার ট্রেনে ঈশ্বরদী থেকে বাবা ইসাহাক আলীকে সঙ্গে নিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ইমতিয়াজ আলী।

স্টেশন মাস্টার আরও বলেন আব্দুলপুর ষ্টেশনে ট্রেন যাত্রা বিরতি করলে নাস্তার জন্য স্টেশন সংলগ্ন হোটেলে যান বাবা ইসাহক আলী ও ছেলে ইমতিয়াজ। নাস্তা শেষ করতেই ট্রেন ছেড়ে দেয়। দৌড়ে তাড়াহুড়া করে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে চাকার নিচে পড়ে যান ইমতিয়াজ। বাবার চোখের সামনে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে হাসানুজ্জামান ইমতিয়াজ এর মৃত্যুর খবর পেয়ে এলাকা ও আত্নীয় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জানান, ঘটনাটি শুনেছি।আমাদের ফোর্স ঘটনাস্থলে গিয়েছে।তারা আলমত সংগ্রহ করছে। পুরো বিষয়টি এখনো বলতে পারছিনা। তবে এইটুকু জানতে পারছি, আব্দুলপুর ষ্টেশন থেকে সে নাস্তা করতে গিয়েছিলো।ট্রেন ছেড়ে দিলে চলন্ত ট্রেনে উঠতে পা স্লিপ করে তার মৃত্যু হয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!