• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

কক্সবাজারে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার


নিজস্ব প্রতিনিধি ডিসেম্বর ১৭, ২০২২, ০৬:২৭ পিএম
কক্সবাজারে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার তুলাতলী আমবাগান এলাকা থেকে ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার (১৭ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির রেজুপাড়া বিওপির একটি দল অভিযান পরিচালনা করে এসব ইয়াবা উদ্ধার করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি'র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর  রেজুপাড়া বিওপির একটি আভিযানিক টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউপির তুলাতুলী আমবাগান নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহলদল ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। 

বিজিবির সদস্যরা এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি। তবে এই মাদকের পেছনের কুশুলবদের আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছে বাহিনীটির কর্মকর্তারা।

তারা জানায়, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতির যথাযথ বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিজিবি'র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!