• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌তে ১৪ কিমি যানজট


টাঙ্গাইল সংবাদদাতা ডিসেম্বর ১৮, ২০২২, ০৮:৪৫ এএম
ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু‌তে ১৪ কিমি যানজট

টাঙ্গাইল: ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ রয়েছে। রোববার (১৮ ডি‌সেম্বর) ভোর রাত সা‌ড়ে ৪টা থে‌কে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌র ১৪ কি‌লো‌মিটার এলাকাজুড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।  

বঙ্গবন্ধু সেতুর ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা গে‌ছে, রোববার ভোররাত থে‌কে কুয়াশার প‌রিমাণ বে‌ড়ে যায়। দৃষ্টিসীমার ৪০ মি‌টা‌রের কম হওয়ায় সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে উভয় পা‌ড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। ত‌বে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। 

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে কিছুই দেখা যা‌চ্ছে। এতে সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে টোল আদায় বন্ধ রাখা হ‌য়ে‌ছে। কুয়াশার প‌রিমাণ ক‌মে দৃ‌ষ্টিসামী ৬০ মিটার অ‌তিক্রম কর‌লে টোল আদায় শুরু করা হ‌বে।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!