• ঢাকা
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

রাস্তার পাশ থেকে সুইপারের মরদেহ উদ্ধার 


নওগাঁ প্রতিনিধি  জানুয়ারি ১০, ২০২৩, ১২:৫৭ পিএম
রাস্তার পাশ থেকে সুইপারের মরদেহ উদ্ধার 

ফাইল ছবি

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা বাজারের ৫শ গজ পশ্চিমে ব্রীজের ধারে পরে থাকা অবস্থায় হাবারু ভূইমালী (৬৫) নামের এক সুইপারের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করছেন। নিহত হাবারু ভূইমালী পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার মহিষবাথান (স্কুলপাড়া) গ্রামের মৃত রাজমোহনের ছেলে।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ব্রীজের পার্শ্বে হাল্কা কাদায় এক বৃদ্ধকে পরে থাকতে দেখে স্থানীয় ও পথচারীরা। তাৎক্ষণিক ভাবে তারা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করার ও লাশটি উদ্ধার প্রক্রিয়া চালিয়ে যান।

সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, আজ সকাল সাড়ে ৭ টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসেছি। গতকাল রাতে সে তার ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাতে সে কিভাবে মারা যায় তা জানা যায়নি। তার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সোনালীনিউজ/এলএ/এসআই

Wordbridge School
Link copied!