• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নিজেদের জমি ফিরে পেতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন 


কুমিল্লা প্রতিনিধি: জানুয়ারি ২৯, ২০২৩, ০৭:০৭ পিএম
নিজেদের জমি ফিরে পেতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন 

কুমিল্লা: কুমিল্লায় মানবেতর জীবন-যাপন থেকে মুক্তি পেয়ে নিজের জমি বুঝে পেতে সংবাদ সম্মেলন করেছে এক অসহায় পরিবার। 

পরিবারটি সাংবাদিকদের জানায়, কুমিল্লা সিটির রাজবাড়ি কম্পাউন্ড এলাকার মৃত শফিকুল রহমানের স্ত্রী রোকেয়া ও সন্তান সারোয়ার রহমানের বাসস্থান সরকারী জায়গায় এমন অভিযোগ এনে কোন নোটিশ প্রদান না করেই উচ্ছেদ করে জেলা প্রশাসন। কেটে দেয়া হয় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ।  

প্রতিবাদ করলে বিভিন্ন হুমকি ধমকি দেয়া হয় পরিবারটিকে। বিভিন্ন দপ্তরে ঘুরে কোন ধরনের সমাধান না পেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন ফাইল করলে আদালত প্রথমে ৬ মাসের পরবর্তীতে ১ বছরের স্থগিত আদেশ প্রদান করে।

সকল বৈধ কাগজ থাকার পরেও নিজের জায়গা ভোগ করতে পারছে না তারা। বন্ধ করে দেয়া হয়েছে তাদের চলাচলের রাস্তাটিও। বিষয়টি সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাচ্ছে অসহায় এই পরিবার।

পরিবারটি আরও জানায়, কুমিল্লা সদরের রাজবাড়ী কম্পাউন্ড এলাকার মনোহর পুর মৌজার দাগ নং ২৯ এর এই জায়গাটি ১৯৪৭ সালে ক্রয় করেন এস রহমান। এই বাড়িতে দীর্ঘ ৪৯ বছর ধরে খাজা গরীবে নেওয়াজ মাইন উদ্দীন রঃ এর আস্তানা প্রতিষ্ঠা করা হয়।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!