Menu
মুন্সীগঞ্জ: নাশকতার একটি মামলায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৪২ জনের জামিন মঞ্জুর করেছেন মুন্সীগঞ্জের একটি আদালত।
রোববার দুপুরে মুন্সীগঞ্জ দায়রা জজ আদালতে বিএনপি নেতাকর্মীরা আত্মসমর্পণ করলে ভারপ্রাপ্ত দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়া তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন।
আসামিদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হালিম হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত ৩০ নভেম্বর জেলার লৌহজং উপজেলায় ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।
ওই মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন নেতাকর্মীরা। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রোববার ৪২ নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক আবেদন মঞ্জুর করেন।
কোর্ট ইন্সপেক্টর জামাল হোসেন বিএনপি নেতাকর্মীদের জামিন মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়রা জজ আদালতে তারা জামিনের আবেদন করেন। এতে আদালতের বিচারক জামিন মঞ্জুর করেন।
সোনালীনিউজ/এম
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT