ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল-নান্দাইল সড়কে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৯ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বইন্যার ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সড়কে একটি মোটরসাইকেল যোগে চালকসহ দুইজন কোথাও যাচ্ছিলেন। হয়তো কোনও গাড়ীর চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সড়কের উপর মোটরসাইকেল পড়ে আছে, তাই বুঝা যাচ্ছে না আরোহীরা কোন দিকে যাচ্ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
সোনালীনিউজ/আইএ