• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে আসবাবপত্র পুড়ে ছাই


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধি  মে ৪, ২০২৩, ০২:৫৫ পিএম
গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে আসবাবপত্র পুড়ে ছাই

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ পরিবারের ৭টি ঘরের সম্পূর্ণ আসবাবপত্র ভষ্মিভূত হয়েছে। এ ঘটনায় নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।

বুধবার (৩ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তালুককানুপুর ইউপির উত্তরপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে শুকুর উদ্দিন চেংটু, তার দুই ছেলে হেলাল, বেলাল ও ভাতিজী বেগমের ৭টি ঘর আগুনে পুড়ে যায়। 

এ ঘটনায় ৩টি ঘরে রক্ষিত নগদ প্রায় সাড়ে ৪ লাখ টাকা, ২টি ফ্রিজ ও আসবাবপত্র সহ বসতঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪ পরিবারের ৭টি টিনসেড ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি তদন্ত ছাড়া নিশ্চিত করা যাবে না।

সোনালীনিউজ/এসআর/এসআই

Wordbridge School
Link copied!