• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

শীতলক্ষ্যায় জাহাজের ট্যাংকারে বিস্ফোরণ, মৃত বেড়ে ৩


ঢামেক প্রতিবেদক জুন ১১, ২০২৩, ১০:০৮ এএম
শীতলক্ষ্যায় জাহাজের ট্যাংকারে বিস্ফোরণ, মৃত বেড়ে ৩

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে জাহাজের তেলের ট্যাংকিতে অগ্নিকাণ্ডে দগ্ধ মো. রুবেল (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দিনগত রাত একটার দিকে রুবেল মারা যান।

তিনি আরও জানিয়েছেন, রুবেলের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে দুজন চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে তাজুল ইসলাম লিয়ন (২২) ও হুমায়ুন কবির (৫৪) নামে দুজন মারা গেছেন।

উল্লেখ্য, গত ৩ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নোঙর করা তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণে আটজন দগ্ধ হন। রাত দেড়টার দিকে রূপগঞ্জ উপজেলার গাজী সেতুর পাশে দড়িকান্দি ডকইয়ার্ডের জেটিতে নোঙর করা ‘ওটি সাংহাই-৮’ নামে তেলবাহী ট্যাংকারটিতে এই বিস্ফোরণ ঘটে।

তেল খালাস করার পর খালি জাহাজটি নোঙর করা ছিল; কিন্তু ট্যাংকারের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফেরণ ঘটে। মূহূর্তেই আগুন ধরে গেলে জাহাজের শ্রমিক ও কর্মচারীদের আটজন দগ্ধ হন। পরে আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!