• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পদ্মায় দুই ছাত্র নিখোঁজ, একজনের লাশ উদ্ধার


রাজশাহী ব্যুরো জুন ১১, ২০২৩, ১১:১৪ এএম
পদ্মায় দুই ছাত্র নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

রাজশাহী: রাজশাহীতে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর মধ্যে সারোয়ার সায়েম নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। রিফাত খন্দকার গালিব নামে অন্যজনকে উদ্ধারে অভিযান চলছে।

রোববার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে নদীতে ভাসতে দেখে একটি মরদেহ উদ্ধার করে। পরে এটি সারোয়ার সায়েমের বলে শনাক্ত করা হয়।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পদ্মায় নেমে নিখোঁজ হওয়া দুই কলেজছাত্রকে উদ্ধার অভিযানে ৬ জন ডুবুরি কাজ করে। রোববার সকালে স্থানীয় জেলেরা একজনের মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করে। উদ্ধাকৃত লাশটি নগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার সারোয়ার সায়েমের। নিখোঁজ অপরজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালাচ্ছে।

এর আগে, শনিবার (১০ জুন) বেলা ১১টায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ শিক্ষার্থী পদ্মার চরে ফুটবল খেলতে যায়। ঘণ্টাখানেক ফুটবল খেলার পর নদীতে গোসলে নেমে একটু দূরে গেলে রিফাত ডুবতে শুরু করে। এ সময় আরেক বন্ধু সায়েম রিফাতকে বাঁচাতে গেলে সেও ডুবে যায়। অন্য সহপাঠীরা চেষ্টা সত্ত্বেও উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

সোনালীনিউজ/জেএ/এসআই

Wordbridge School
Link copied!