• ঢাকা
  • শনিবার, ০৬ জুলাই, ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১
বরিশাল সিটি নির্বাচন

মানুষ ভোট দিতে পারলে সর্বোচ্চ ভোটে জিতব: ফয়জুল করিম


বরিশাল প্রতিনিধি জুন ১২, ২০২৩, ১০:৫৭ এএম
মানুষ ভোট দিতে পারলে সর্বোচ্চ ভোটে জিতব: ফয়জুল করিম

ঢাকা: ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করিম।

আজ সোমবার সকাল সোয়া ৮টায় শহরের রূপাতলী হাউজিং এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ফয়জুল করিম।

ভোট দেওয়া শেষে ফয়জুল করিম সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যদি মানুষ ভোট দিতে পারে, তাহলে তিনি আশা করছেন, সর্বোচ্চ ভোট পেয়ে তার হাতপাখা প্রতীক জয়ী হবে।

ফয়জুল করিম বলেন, ভোটের পরিস্থিতি কী হবে, তা নিয়ে তিনি এখনই কিছু বলতে পারছেন না। তবে যদি সুষ্ঠু-সুন্দর নির্বাচন হয়, গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে ফলাফল যা আসবে, তা তিনি মেনে নেবেন।

নির্বাচনে সব ভোটকেন্দ্রে হাতপাখা প্রতীকের এজেন্ট রয়েছে বলে জানান সৈয়দ ফয়জুল করিম। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন শেষ হয়নি। মাত্র নির্বাচন শুরু হয়েছে। এখন পর্যন্ত কিছুই বলা যায়। তবে শুরুটা ভালো হয়েছে। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো। এখনো কোনো জায়গায় কোনো ঘটনা তারা শোনেননি, কানে আসেনি। শুধু কাউনিয়া এলাকায় একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। সেখানে তার এজেন্টকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছিল। কিন্তু সেখানে পোলিং অফিসারকে বলার পর সমস্যার সমাধান হয়েছে।

ফয়জুল করিম বলেন, পরিবেশ সুন্দর হওয়ায় ভোটারদের মধ্যে যথেষ্ট আগ্রহ আছে। ভোটদান শুরুর নির্ধারিত সময়ের অনেক আগেই ভোটারেরা কেন্দ্রে হাজির হয়েছে। দীর্ঘদিন পরে তারা ভোট দিতে পারবে, এমন আশা নিয়ে কেন্দ্রে এসেছে। প্রশাসনের প্রতি অনুরোধ, ভোটাররা যে আশা নিয়ে ভোট প্রয়োগের জন্য কেন্দ্রে এসেছে, তাদের সেই আশা পূরণের যাতে সুযোগ দেওয়া হয়। আর ফলাফল যেন কোনো অবস্থাতেই কারচুপি করা না হয়।

ফলাফল পরিবর্তনের কোনো আশঙ্কা আছে কি না, জানতে চাইলে ফয়জুল করিম বলেন, অবশ্যই আশঙ্কা রয়েছে। ইভিএমে ভোট গ্রহণ সম্পর্কে ফয়জুল করিম বলেন, যারা একটু হলেও বুঝে, তাদের জন্য বিষয়টি খুবই সহজ।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!