• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
বরিশাল সিটি নির্বাচন

এক কক্ষে ৪৫ মিনিট ভোট বন্ধ 


বরিশাল প্রতিনিধি জুন ১২, ২০২৩, ১১:১৩ এএম
এক কক্ষে ৪৫ মিনিট ভোট বন্ধ 

ঢাকা: বরিশাল সিটিতে সোমবার (১২ জুন) সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট শুরুর প্রথম ১৫ মিনিটে সিটির অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রের ৪ নম্বর পুরুষ ভোটকক্ষে ১০টি ভোট পড়ে। এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জটিলতায় কক্ষটিতে প্রায় ৪৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে।

বরিশাল সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে ভোটকক্ষ আটটি। প্রথম ঘণ্টায় কেন্দ্রটির কোনো ভোটকক্ষেই স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী কামরুল আহসানের টেবিলঘড়ি প্রতীকের এজেন্ট পাওয়া যায়নি। তবে সব ভোটকক্ষেই নৌকা ও হাতপাখা প্রতীকের প্রার্থীদের এজেন্ট দেখা যায়।

কেন্দ্রটিতে সকাল সোয়া ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত অবস্থান করে দেখা যায়, নারী ও পুরুষ উভয় সারিতেই উল্লেখযোগ্যসংখ্যক ভোটার রয়েছেন। কেন্দ্রটির মোট ভোটার ২ হাজার ২৮১ জন। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ১৩৯ জন। পুরুষ ভোটার ১ হাজার ১৪২ জন।

প্রথম ১ ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়ে ১৩০টি। অর্থাৎ প্রথম ঘণ্টায় এই কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৬ শতাংশ। কেন্দ্রের দোতলায় নারীদের ৪টি ভোটকক্ষ, নিচতলায় পুরুষদের ৪টি ভোটকক্ষ। আটটি কক্ষ ঘুরে কোনোটিতেই স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী কামরুল আহসানের কোনো এজেন্ট দেখা যায়নি।

কেন্দ্রের ৪ নম্বর ভোটকক্ষে গিয়ে দেখা যায়, ইভিএম জটিলতায় ভোট গ্রহণ বন্ধ। তখন কক্ষের বাইরে ১৯ জন ভোটার অপেক্ষায়। তারা বলেন, ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে। আরো দেরি হলে অনেকে চলে যাবেন।

কক্ষে থাকা সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর (আনারস প্রতীক) এজেন্ট আবুল খায়ের জানান, ইভিএমে জটিলতায় ভোট গ্রহণ বন্ধ। সকালে যারা ভোট দিতে এসেছেন, বেশি দেরি হলে তারা একবার চলে গেলে আর আসবেন না।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!