• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
বরিশাল সিটি নির্বাচন

কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ


বরিশাল প্রতিনিধি জুন ১২, ২০২৩, ১১:৩৪ এএম
কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের কিছু কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান রুপন। 

টেবিল ঘড়ি প্রতীকের এই প্রার্থী বলছেন, শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো হলে জয়ের ব্যাপারে তিনি ‘শতভাগ আশাবাদী’। 

বিএনপি এবার ভোটে না থাকলেও বিএনপি পরিবারের সন্তান রুপন দলীয় ভোটারদের নিজের পক্ষে পাওয়ার আশা করছেন। সোমবার ভোট শুরুর পর সকাল সাড়ে ৮টার দিকে কালুশাহ সড়কের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন তিনি। 

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও কিছু কেন্দ্রে টেবিল ঘড়ির এজেন্টদের ‘হয়রানি করা হচ্ছে’ বলে অভিযোগ করেন রুপন। 

সাংবাদিকদের তিনি বলেন, “কিছু কিছু কেন্দ্র থেকে অভিযোগে আসছে- আমাদের পোলিং এজেন্টকে এখন পর্যন্ত কার্ড দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না। তারা প্রার্থীর সিগনেচার চাচ্ছে, কিন্তু সেখানে আমার যে প্রধান এজন্টে, তার সাক্ষর আছে, তারপরও তারা... এটা নিয়ে সমস্যা হচ্ছে।” 

এই স্বতন্ত্র প্রার্থী বলেন, “পাঁচ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্র, সেখানে পোলিং এজেন্ট ঢুকতে পারছে না, কারণ যে প্রিজাইডিং অফিসার তার একটাই বক্তব্য কথা- এই এজেন্ট ফরম গতরাতে নিয়ে আসার কথা। কিন্তু এ ধরনের কোনো কথা আগে জানানো হয়নি।”  

কোন কোন কেন্দ্রে এমন সমস্যা হচ্ছে জানতে চাইলে তিনি তা বলেন, নামগুলো তিনি পরে জানাবেন। কেন এমন করা হবে- এমন প্রশ্নের জবাবে রুপন বলেন, “হয়তো ভোটের ফলাফল যদি পরিবর্তন হয়, যদি তাদের আশঙ্কা থাকে...। কারণ প্রধানমন্ত্রীর ফুফাত ভাই এখানে মেয়র প্রার্থী। হয়ত তার পক্ষ নেওয়ার জন্যই সরকার এই কাজটা করতেছে।” 

সকালে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “এত কম সময়ে ভোটের মাঠের যে চিত্র, সঠিকভাবে এখনো বলা যায় না। কারণ দিনের বাকিটা সময় আছে। “তবে এখন পর্যন্ত যেটুক হচ্ছে... এখন পর্যন্ত পরিস্থিতি খারাপ না।” 

এ বিষয়ে বলার জন্য আরও সময় চেয়ে নিয়ে রুপন বলেন, বেলা ১২টার দিকে তিনি আবার ব্রিফ্র করবেন। তার ভাষ্য, তিন ঘণ্টা পর বোঝা যাবে, ‘আসলে উপস্থিতি’ কেমন।

নিজের জয়ের আশাবাদ জানিয়ে তিনি বলেন, “ভোটার উপস্থিতি যদি ভালো হয়, তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, নির্বাচন কমিশন যদি শান্তিপূর্ণভাবে এজেন্টদের ঢুকতে দেয়...।” 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!