• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

পয়রা নদীতে ধরা পড়ল ১৬ কেজির কোরাল মাছ


তালতলী (বরগুনা) প্রতিনিধি জুন ১৩, ২০২৩, ০১:৪২ পিএম
পয়রা নদীতে ধরা পড়ল ১৬ কেজির কোরাল মাছ

বরগুনা: বরগুনার তালতলীতে পায়রা (বুড়িশ্বর) নদীতে এক যুবকের জালে ধরা পড়েছে সারে ১৬ কেজি ওজনের কোরাল মাছ। মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে হাসেম মোল্লা নামে ওই যুবকের জালে মাছটি ধরা পড়ে।

জেলে হাসেম মোল্লা বলেন, পায়রা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করি। প্রতিদিনের মত সোমবার (১২ জুন) রাতে নদীতে জাল ফেলেছি। এসময় বড় আকৃতির এই কোরাল মাছটি ধরা পড়ে। পরে তালতলী বাজারে নিয়ে মাছটি ১৫ হাজার ৬৭৫ টাকায় বসির হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেই।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বিভিন্ন সময় নিষেধাজ্ঞা এবং অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকায় নদ-নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবে এত বড় কোরাল মাছ ধরা পড়েছে পায়রা নদীতে।

সোনালীনিউজ/এম/এসআই

Wordbridge School
Link copied!