• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

সাংবাদিক হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন 


ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি   জুন ১৭, ২০২৩, ১২:৫৮ পিএম
সাংবাদিক হত্যার প্রতিবাদে ত্রিশালে মানববন্ধন 

ময়মনসিংহ: জামালপুরের বকশীগঞ্জের ৭১টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশালে ত্রিশাল প্রেসক্লাব ও কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। 

শনিবার (১৭ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর বাসস্ট্যান্ড এলাকায় সাংবাদিক নাদিম হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক  শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি নাগরিক টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি খোরশেদুল আলম মজিব,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি  রফিকুল ইসলাম শামিম,ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম,সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন,মোস্তাফিজুর রহমান নোমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েল,সাধারণ সম্পাদক ফকরুদ্দিন আহমেদ, সাংবাদিক নাজমুল হাসান জীবন সহ আরও অনেকে।

সোনালীনিউজ/এম/এসআই

Wordbridge School
Link copied!