Menu
সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ঢলের স্রোতে দুই সন্তানসহ এক নারী ভেসে গেছেন। সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচে সাবমারসিবল সড়ক দিয়ে আসছিলেন মা ও তার দুই সন্তান। এ সময় ঢলের স্রোতে তারা ভেসে যান। এখনও তাদের পরিচয় জানা যায়নি। তাদেরকে উদ্ধারে স্থানীয় প্রশাসন কাজ করছে।
শাল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ মা ও সন্তানদের উদ্ধারে প্রশাসন কাজ করছে।
সোনালীনিউজ/এম
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT