• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জাহাঙ্গীরের মায়ের নির্বাচন বাতিল চেয়ে ট্রাইব্যুনালে মামলা 


গাজীপুর প্রতিনিধি জুলাই ৫, ২০২৩, ০১:১২ পিএম
জাহাঙ্গীরের মায়ের নির্বাচন বাতিল চেয়ে ট্রাইব্যুনালে মামলা 

গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলমের মা-গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন এর নির্বাচন বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছেন পরাজিত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

বুধবার (৫ জুলাই) দুপুরে মামলার বাদী ও নির্বাচনী ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা যায়। ওই সূত্রে আরও জানা গেছে, মঙ্গলবার নির্বাচনী ট্রাইব্যুনামামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে ১ নম্বর বিবাদী এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো: আলমগীর, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো: জাহাংগীর আলম, রিটার্নিং অফিসার ফরিদুল ইসলামকে বিবাদী করা হয়েছে।

এছাড়াও মামলার বিবরণীতে বলা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা, বাতিল এবং ২৫ মে মেয়র হিসেবে নির্বাচিত প্রার্থীর নির্বাচন বাতিলের আবেদন। 

এ দিকে মামলার বাদী আতিকুল ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন, মঙ্গলবার মামলাটি নির্বাচনী ট্রাইব্যুনালে করা হয়েছে। ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমনের আদেশ দিয়েছেন। আগামী ২ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে বলে তিনি জানান। 

মামলার বাদী আতিকুল ইসলাম গণমাধ্যমকে আরও জানান, এর আগে তিনি উক্ত বিষয় উল্লেখ করে গত ১১ মে নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। যা পরবর্তীতে এ খবরটি গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। 

তিনি বলেন, তখন ফলাও করে খবর ছাপা হলেও কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি তখন ন্যায় বিচার পাইনি। তবে এবার আমি আশাবাদী নির্বাচনী ট্রাইব্যুনালে এর ন্যায় বিচার পাব।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!