• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

অ্যাম্বুলেন্স-ভেকুর সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের


গোপালগঞ্জ প্রতিনিধি জুলাই ৬, ২০২৩, ১০:২৯ এএম
অ্যাম্বুলেন্স-ভেকুর সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদরে অ্যাম্বুলেন্স ও ভেকুর সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাভেদ মাখসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আরিফুল হক জানান, রোগীসহ চারজন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেকুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাভেদ মাখসুদ জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় একটি অ্যাম্বুলেন্স ও একটি ভেকুর মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং কমপক্ষে ছয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ চারটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সোনালীনিউজ/এম

Wordbridge School
Link copied!