• ঢাকা
  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩০

আ.লীগ নেতা বাদলের মরদেহ ভাসছিল পুকুরে


কিশোরগঞ্জ প্রতিনিধি জুলাই ৯, ২০২৩, ০২:০০ পিএম
আ.লীগ নেতা বাদলের মরদেহ ভাসছিল পুকুরে

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ শহরের একটি পুকুরে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের (৬২) মরদেহ পাওয়া গেছে।

রোববার (৯ জুলাই) সকালে কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারীবাড়ির পুকুরে বাদলের মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পরিবারের অভিযোগ, বাদলকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়।

এলাকাবাসী জানায়, সকালে বাদল রহমানের মরদেহটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি মাথায় রেখে সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!