• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বাবাকে মারধর করায় বিএনপি নেতা গ্রেপ্তার


হবিগঞ্জ প্রতিনিধি: আগস্ট ৬, ২০২৩, ০৭:২৩ পিএম
বাবাকে মারধর করায় বিএনপি নেতা গ্রেপ্তার

প্রতীকী ছবি

হবিগঞ্জ: বাবাকে মারধর ও টাকা আত্মসাৎ মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, সামছুল ইসলামের মা মিলন বেগম বাদী হয়ে মামলা করেন।  

সামছুল উপজেলার মানপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুনু মিয়া বলেন, অ্যাডভোকেট সামছুল ইসলাম তার বাবাকে মারধর করে জোরপূর্বক সাদা কাগজে টিপসই নেন। এ ছাড়া তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানের মোটা অংকের টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে তার মা বাদী হয়ে শনিবার সকালে লাখাই থানায় মামলা করেন। সামছুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!