• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সরবরাহ কম, হিলিতে সবজির দাম বেড়ে দ্বিগুন


হিলি প্রতিনিধি আগস্ট ২৪, ২০২৩, ০৩:৫৮ পিএম
সরবরাহ কম, হিলিতে সবজির দাম বেড়ে দ্বিগুন

হিলি: দিনাজপুরের হিলিতে সরবরাহ কমের অজুহাতে বেড়েছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটা সবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, বর্ষার কারণে অনেক জায়গায় আবাদি ফসল নষ্ট হয়ে গেছে। তাই দামটা বেড়েছে। তাছাড়া আমাদের উপজেলায় কোনো সবজির আবাদ হয়না। পার্শ্ববর্তী উপজেলা থেকে আমাদের সবজি কিনে নিয়ে আসতে হয়। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে হিলি বাজারে গিয়ে এমন তথ্য পাওয়া যায়। দেখা যায় সবজির বাজারে আগুন লেগে গেছে। প্রতিটা সবজির দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ ক্রেতারা।

হিলি বাজারের সবজি বিক্রেতা আইজুল ইসলাম বলেন, বর্তমান বাজারে সবজির একটু দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কয়েকটা পণ্যের দাম বেড়েছে। বর্তমান বাজারে আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি, যা আগে বিক্রি হয়েছিল ৪০ টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, যা পূর্বে বিক্রি হয়েছিল ৪০ টাকা কেজি দরে, কাকরুল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৪০ টাকা কেজিতে, পেঁপে বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে, যা বিক্রি হয়েছিল ২০ টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে, যা আগে বিক্রি হয়েছিল ৬০ টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে, যা সপ্তাহ আগে বিক্রি হয়েছিল ৩০ টাকা কেজিতে।

বাজারে সবজি কিনতে আসা রিক্সাচালক করিম বলেন, আমরা দিন কামাই করি দিন খাই। আমাদের দিনে আয় ৩০০ থেকে ৪০০ টাকা। আর বাজারে আসলে মনে হয় সব জিনিসে আগুন লেগে গেছে। একদিনের বাজার করতে গেলে এখন লাগতেছে ৩০০ থেকে ৪০০ টাকা। ছেলেমেয়ে নিয়ে কিভাবে যে চলবো ভেবে পাচ্ছি না। 

রহিম নামের আরেকজন ক্রেতা সোনালীনিউজকে বলেন, আমরা নিম্ন আয়ের সাধারণ মানুষ। বাজারে সবজি থেকে শুরু করে তেল, ডাল, চাল, মাছ মাংসের যে দাম তাতে আমাদের খাওয়া মুশকিল হয়ে গেছে। মাংস সাড়ে ৭শ টাকা কেজি, মাছ ২৪০ টাকা কেজি, বয়লার মুরগি ১৫০ টাকা কেজি। শুধু সবজি খাব তাও আবার আগুন লেগে গেছে। প্রত্যেকটা সবজির দাম দ্বিগুন হয়েছে। 

এমএস

Wordbridge School
Link copied!