• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে ৫ জনের লাশ উদ্ধার!


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি  সেপ্টেম্বর ৩, ২০২৩, ১০:০৬ এএম
সিদ্ধিরগঞ্জে ৫ জনের লাশ উদ্ধার!

সিদ্ধিরগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই দিনে পৃথক ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।এদের মধ্যে ৩ জন আত্মহত্যা, একজনের স্বাভাবিক মৃত্যু ও  একজন দুর্ঘটনায় নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে ২টি , শিমরাইল মোড়ে বাসের ভিতর থেকে ১টি, ওয়াবদা কলোনি এলাকায় থেকে ১টি ও আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় থেকে ১টি লাশ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- নাসিক ৪ নং ওয়ার্ডস্থ হাউজিং এলাকার মোহাম্মদ আউয়াল মিয়ার ছেলে লুৎফর রহমান জনি, সিদ্ধিরগঞ্জের সোনামিয়া মার্কেট এলাকার নাসিরের মেয়ে নাসরীন আক্তার, ঢাকার বাড্ডার মগারদিয়া এলাকার মজিবুরের ছেলে মছিবুর রহমান, নেত্রকোনার খালিয়াঝুরির কল্লানপুর এলাকার ফুয়াদের ছেলে স্বাধীন, হাসিনা আক্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জের নুর ইসলামের মেয়ে।

পাঁচজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে নাসিক ৪ নং ওয়ার্ডস্থ হাউজিং এলাকায় এ 'চিরকুট' লিখে আত্মহত্যা করেছেন লুৎফর রহমান জনি (৩৪) নামে এক যুবক।

শনিবার সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এলাকার কোমল মিনিবাস থেকে মছিবুর রহমান (৩৬) নামে এক বাস হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, এটি স্বাভাবিক মৃত্যু।

একইদিন দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় গলায় ফাঁস দিয়ে নাসরীন আক্তার (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

একইদিন বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকা থেকে দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে স্বাধীন (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

একইদিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গলায় ফাঁস দিয়ে হাসিনা আক্তার  (২৭) নামে আরেক গৃহবধুর আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, শনিবার সকাল থেকে মোট পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। উদ্ধারের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএস

Wordbridge School
Link copied!