ভোলা: ভোলার লালমোহনে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. আয়াত নামে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকার মেলকার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু আয়াত একই এলাকার হাওলাদার বাড়ির মো. ফিরোজের ছেলে।
জানা যায়, বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকতো শিশু আয়াত। গত দুই দিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে সে। শুক্রবার বিকালে নানা বাড়ির উঠানে খেলছিল শিশু আয়াত। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন তার মা আছিয়া বেগম। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে শিশু আয়াতকে ভাসতে দেখেন তিনি। এরপর পুকুর থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সোনালীনিউজ/এসআই/এমআর