নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূকে ধর্ষণের দায়ে মো. বেনজামিন নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মো. বেনজামিন উপজেলার বিহারকোল এলাকার বাসিন্দা।
আজ রবিবার দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
স্পেশাল কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) আনিসুর রহমান ও মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৭ আগস্ট নাটোরের বাগাতিপাড়া উপজেলার বারইপাড়া এলাকার এক গৃহবধূ দুপুরে গোসল শেষে ভেজা কাপড় শুকানোর জন্য পাশের বাড়ির তারে মেলে দিতে যান। এ সময় বেনজামিন তার মুখ চেপে ধরে ওই বাড়ির রান্না ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ অবস্থায় গৃহবধূ চিৎকার করলে লোকজন এলে বেনজামিন পালিয়ে যান। পরে ওই দিনই গৃহবধূ নিজে বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা করেন। দীর্ঘ ১০ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আজ আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে আরও উল্লেখ করা হয়, জরিমানার অর্থ ভূক্তভোগী গৃহবধূ পাবে। মামলার রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এমএস