• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের


নওগাঁ প্রতিনিধি: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৯:১৭ পিএম
বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নওগাঁ: নওগাঁয় বজ্রপাতে দুই কৃষি শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার মহাদেবপুর ও পোরশা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের সিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী কৃষি শ্রমিক শ্রীমতি পাহান (২৭), একই গ্রামের মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী কৃষি শ্রমিক সবানী পাহান (৬৫) এবং পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫০)।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই শ্রীমতি পাহান ও সবানী পাহান তাদের বাড়ির পাশের ফসলের মাঠে কাজ করছিলেন। ওই মুহূর্তে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বাড়ির পাশের পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান রফিকুল ইসলাম। সেখানে মাছ ধরার সময় হঠাৎ তার ওপর বজ্রপাত হলে তিনি মারা যান। খবর পেয়ে নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গিয়ে দাফন করেছেন।

আইএ

Wordbridge School
Link copied!