Menu
ছবি : সংগৃহীত
কক্সবাজার: সমুদ্র শহর কক্সবাজারবাসির দীর্ঘ প্রতিক্ষার অবসান হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে পৌঁছে গেছে এশিয়ান বৃহৎ এবং ঝিনুক আদলে তৈরি আইকনিক রেল স্টেশনে। শনিবার (১১ নভেম্বর) ১১টা ৩৫ মিনিটের সময় তিনি অনুষ্ঠান স্থলে পৌঁছে।
পৌঁছার পর পরই প্রধানমন্ত্রী সুধি সমাবেশ স্থলে যান। ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী যেখানে আয়োজিত এক সুধি সমাবেশের বক্তব্য প্রদান ছাড়াও উদ্বোধন করবেন রেল লাইনের। আর রেল যোগে ঘুরবেন কিছু এলাকা। আর এর মধ্য দিয়েই এক স্বপ্ন পূরণের ইতিহাস রচিত হচ্ছে। সেই ইতিহাসের সাক্ষি হতে সুধি সমাবেশে আমন্ত্রিত সাড়ে ৩ হাজার মানুষের আগ্রহের যেন শেষ নেই। সকাল ৮ টা থেকে আইকনিক স্টেশনের পাশে সুধি সমাবেশের নির্ধারিত স্থানে আসতে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষ। ইতিমধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছে সকলে। আর বলছেন উচ্ছ্বাস, আবেগ ও ভালোবাসার কথা।
সোনালীনিউজ/এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT