• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ডেমরায় বাসের ধাক্কায় নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৩, ২০২৩, ১১:৫১ এএম
ডেমরায় বাসের ধাক্কায় নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত

ঢাকা: রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় দুই নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নামপরিচয় জানা সম্ভব হয়নি। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। 

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আরও তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

এমএস

Wordbridge School
Link copied!