• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

নির্বাচনে আসার এখনও সুযোগ আছে বিএনপির: ইসি আনিছ


কক্সবাজার প্রতিনিধি: নভেম্বর ২৮, ২০২৩, ০৭:০৩ পিএম
নির্বাচনে আসার এখনও সুযোগ আছে বিএনপির: ইসি আনিছ

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

কক্সবাজার প্রতিনিধি: বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না তাদের একান্ত বিষয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনে আসার ইচ্ছা পোষণ করে তাহলে নির্বাচনের তফসিল পুনর্বিবেচনা বা পুনর্নির্ধারণের সুযোগ এখনও আছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) কক্সবাজার ও বান্দরবান জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

ইসি আনিছুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার সব নির্দেশনা প্রশাসনকে দেয়া হয়েছে। ইসির পক্ষ থেকে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে বারবার নির্বাচনে আসার আহ্বান জানানো হচ্ছে। নির্বাচনে আসার অধিকার যেমন সবার আছে, তেমনি না আসারও অধিকার রয়েছে। তবে কাউকে বাধা প্রদানের অধিকার কারও নেই। কেউ তা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা শুরু হয় বেলা সাড়ে ১১টার দিকে। চলে টানা তিন ঘণ্টা।

এখন পর্যন্ত কক্সবাজার ও বান্দরবানের নির্বাচন পরিস্থিতি শান্তিপূর্ণ মন্তব্য করে আনিছুর রহমান বলেন, প্রতিনিয়ত নির্বাচনী এলাকা, ভোটার, প্রার্থীদের সাথে আলোচনা পর্যাবেক্ষণে রাখা হচ্ছে। কোনও পরিস্থিতি তৈরি হলে তা সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্টরা বদ্ধপরিকর।

ওয়াইএ

Wordbridge School
Link copied!