• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় তারুণ্য শীর্ষক পথ নাটক অনুষ্ঠিত


সাতক্ষীরা প্রতিনিধি ডিসেম্বর ১, ২০২৩, ০৯:৩৫ পিএম
সাতক্ষীরায় তারুণ্য শীর্ষক পথ নাটক অনুষ্ঠিত

সাতক্ষীরা: সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করতে শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরায় তারুণ্য শীর্ষক পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। বেকিং দ্য সাইলেন্স এর আয়োজন ও সেভ দ্যা চিল্ড্রেন এর সহযোগিতায় শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউয়িনের দক্ষিণ ফিংড়ি দাসপাড়ায় উক্ত পথ নাটক অনুষ্ঠিত হয়।

নাটক শেষে সংক্ষিপ্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ ফিংড়ি দাস পাড়া জগধাত্রি মন্দিরের সভাপতি অর্জুন দাস।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফিংড়ি ইউনিয়নের  দক্ষিণ ফিংড়ি দাস পাড়া জগধাত্রি মন্দিরের সহ-সভাপতি মানিক দাস।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্সে'র অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী মো. মেহেদী হাসান, বিজনেস ডেভলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ, কমিউনিটি সোস্যাল ওর্য়াকার সালাউদ্দিন রানা, হুমায়রা জামান, মনির হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স'র সাতক্ষীরা প্রকল্প অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে এ সময় সমাজের নারী পুরুষের লিঙ্গ ভিত্তিক বৈষম্য, বাল্য বিবাহ, যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এআর

Wordbridge School
Link copied!