Menu
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
রাঙামাটি: অনিবার্য কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাজেক সফর স্থগিত করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর রাঙামাটি জেলার পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতির।
সফর স্থগিতের বিষয়টি রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোশারফ হোসেন খান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। আমরা আজ দুপুরে চিঠি পেয়েছি।
চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগামী ২০-২২ ডিসেম্বর সাজেক সফর অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
এর আগে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নিরাপত্তার স্বার্থে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতি।
ওয়াইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT