Menu
ফরিদপুর : আসন্ন দ্বাদশ সাংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামিম হকের নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) বেলা ৩টায় সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে ইতিমধ্যেই হাজারো লোকের সমাগম হতে শুরু করেছে জনসভাস্থল।
সকাল ১১টায় প্রবেশপথ খুলে দেওয়ায় সাথে সাথেই জনসভার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এর মধ্যেই প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সমাবেশে যোগ দিয়েছেন। এছাড়া, মাগুরার নৌকার প্রার্থী সাকিব আল হাসান এবং রাজবাড়ী জেলার নৌকার প্রার্থীরা এই সমাবেশে যোগ দেবেন। প্রধানমন্ত্রী এ সমাবেশ থেকে তাদের পরিচয় করিয়ে দেবেন বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা।
নির্বাচনী এ জনসভা উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীরা সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আসতে শুরু করেছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে তাদের মাঝে। বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন-রংবেরঙেয়ের ক্যাপ পরে নেতাকর্মীরা মাঠে আসতে থাকে। এসময় নির্বাচন উপলক্ষে নানাধরনের স্লোগান দিচ্ছে তারা।
নেতাকর্মীরা আশা করছেন স্মরণকালের সর্ববৃহৎ জনসমাবেশ হবে ফরিদপুর-৩ আসনের নির্বাচনী এ জনসভা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও বেশ উচ্ছ্বসিত। এর আগে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই সমাবেশস্থলসহ আশপাশের গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থ্য থাকবে বলে জানান নিরাপত্তা কর্মকর্তারা।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT