• ঢাকা
  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু


রাজবাড়ী প্রতিনিধি জানুয়ারি ১০, ২০২৪, ১০:৫৮ এএম
৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

রাজবাড়ী: ঘন কুয়াশায় প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কমে এলে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, সকাল সাড়ে ৯ টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে কুয়াশায় কিছুই না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন নদী পারের অপেক্ষায় সিরিয়ালে থাকা যানবাহনের সিরিয়াল দ্রুত কমে যাবে।

সোনালীনিউজ/এসআই

Wordbridge School
Link copied!