• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পঞ্চগড়ে ৫ দিন ধরে দেখা নেই সূর্যের


পঞ্চগড় প্রতিনিধি জানুয়ারি ১২, ২০২৪, ০১:০৬ পিএম
পঞ্চগড়ে ৫ দিন ধরে দেখা নেই সূর্যের

পঞ্চগড়: উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস ও কনকনে শীতের কারণে পঞ্চগড়ে গত পাঁচ দিন ধরে দেখা মিলছে না সূর্যের। পঞ্চগড়ের তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

শুক্রবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

জানা যায়, পঞ্চগড়ের তেঁতুলিয়ার আশপাশে গত কয়েক দিন থেকে শীতের মাত্রা বাড়তে থাকে এবং রাতে ও সকালে প্রচণ্ড কুয়াশা পড়ে। শীত নেমে আশায় গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। প্রায় ঘরে ঘরে লেপ-কাঁথা বের করেছে।

গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যায়। এছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। সারাদিন ঠান্ডা আবহাওয়ায় বিকেলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়। এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনও সরকারিভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম। 

এছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। 

পঞ্চগড়ের তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে গত ৫ দিন ধরে সূর্যের দেখা মিলছে না। তাছাড়াও বেশ ঠান্ডা অনুভুত হচ্ছে পঞ্চগড়ে। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

এমএস

Wordbridge School
Link copied!