• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দুই দিন পর বিজিবি সদস্যের মরদেহ ফেরত দিলো বিএসএফ


শার্শা (যশোর) প্রতিনিধি জানুয়ারি ২৪, ২০২৪, ০১:৩২ পিএম
দুই দিন পর বিজিবি সদস্যের মরদেহ ফেরত দিলো বিএসএফ

যশোর : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার দুই দিন পর বিজিবি সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় শার্শার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে মরদেহটি হস্তান্তর করে বিএসএফ। এর আগে গত সোমবার (২২ জানুয়ারি) শার্শা উপজেলার ধান্যখোলার জেলেপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন নিহত হন।

বুধবার সকালে ৪৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল জামিল ও বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ রইশুদ্দীনের মরদেহ গ্রহণ করেন। মরদেহ গ্রহণকালে বিজিবির সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে এলাকায়। এর আগে, তার মৃত্যুর ঘটনায় মঙ্গলবার বিএসএফকে প্রতিবাদ পত্র দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিজিবি।

৪৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল জামিল জানান, নিহতের প্রথম জানাজা যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নে অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে হেলিকপ্টার যোগে মরদেহ তার গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, সোমবার ভোর ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টসংলগ্ন এলাকায় একদল গরু চোরাকারবারিকে ভারত সীমান্ত অতিক্রম করতে দেখে বিজিবির টহল দল।

এ সময় টহল দলের সদস্যরা তাদের ধাওয়া দিলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় টহল দলের সদস্য সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলছুট হয়ে পড়েন।

প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরে জানা যায়, বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে সেখানেই তার মৃত্যু হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!