• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

অবৈধভাবে চাল মজুদদারদের ধরিয়ে দিতে খাদ্যমন্ত্রীর অনুরোধ


রাজশাহী ব্যুরো জানুয়ারি ২৫, ২০২৪, ০৫:৪৪ পিএম
অবৈধভাবে চাল মজুদদারদের ধরিয়ে দিতে খাদ্যমন্ত্রীর অনুরোধ

সংগৃহীত ছবি

রাজশাহী: অবৈধভাবে চাল মজুদদারদের ধরিয়ে দিতে অনুরোধ জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘অবৈধভাবে চাল মজুদের প্রমাণ পেলে মজুদের সমপরিমাণ জরিমানা করা হবে, যেন তারা আর ব্যবসা করতে না পারে।’

একই সঙ্গে মিলগেটে চালের বস্তার গায়ে দামসহ প্যাকেটজাতের তারিখ উল্লেখ করে দেয়ার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ‘করপোরেট ব্যবসায়ীরা প্রতিযোগিতা করে ধান কিনে, আর মিলাররা সেটার সুযোগ নেন।’

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘চালের বাজার নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় রাজশাহী বিভাগের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, ‘কর্পোরেট দুয়েকজনের মিল আছে। অনেক মিলমালিক বেশি বেশি লোন নিয়ে অটো রাইসমিলগুলো দুর্বল করে দিয়েছে। সেই মিলগুলো কর্পোরেট মালিকরা দ্বিগুণ দাম দিয়ে কিনে নিয়েছে। ওইসব মিলের নাম পর্যন্ত পরিবর্তন করা হয়নি এবং ব্যাংক ঋণে সুদহার কমানোর পর থেকেই এটা ঘটে।’

দেশে মজুদের প্রবণতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে সাধন চন্দ্র বলেন, ‘তালাবদ্ধ গুদামের মধ্যে ধান-চাল মজুদ করে রাখা হচ্ছে। মাকড়সা আর ধানের তুষ ছটিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে ওই গুদামে কিছু নাই। ডিসি এসপিরা অভিযানে গিয়ে এসব ধরে ধরে বের করছেন।’

সরকার মজুদদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশে ২ কোটি নিম্ন আয়ের মানুষকে টিসিবিসহ সুলভ মূল্যে চাল ক্রয়ের ব্যবস্থা করে দিয়েছে সরকার; যা খাদ্য মন্ত্রণালয়ের মজুদে থাকা ধান ও চালের অংশ। সরকার খাদ্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে। দেশে ধান ও চালের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে।’

ওয়াইএ

Wordbridge School
Link copied!