কুমিল্লা: কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনাকে দলটির একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তাহসিন বাহার সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বড় মেয়ে ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেছেন। এছাড়া তিনি স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধিত সভায় চিঠি দিয়ে দাওয়াত দেওয়া হয় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ কমিটির নেতা-কর্মীদের। সন্ধ্যা ৬টায় সভা শুরু হয়। সভা শেষে নেতা-কর্মীরা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে তাহসিন বাহার সূচনাকে সমর্থন দেন। পরে আওয়ামী লীগের মহানগর সভাপতি ও এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার তার মেয়ে তাহসিন বাহার সূচনাকে সমর্থন দিয়ে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
ওই সময় দেওয়া বক্তব্যে তাহসিন বাহার সূচনা বলেন, গত দুই নির্বাচনে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। এভাবে আমি তৃণমূলের নেতা-কর্মীদের আরও কাছে যেতে পেরেছি। অনেক প্রবীণ নেতা আছেন যারা আমার বাবার সঙ্গে রাজনীতি করেন তারা সবাই আমাকে সমর্থন দিয়েছেন। সবাই আমাকে ছোটবেলা থেকে চিনেন। আমি তাদের সবার কাছে ‘মেয়ে’ হিসেবে পাশে থাকার আহ্বান জানাই।
বক্তব্যে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমার মেয়ে হিসেবে তার কথা বলছি না। তার ধমনীতে আমার রক্ত আছে - তাই আমি বিশ্বাস করি যে সে আমার মতোই জনগণের জন্য কাজ করবে। পৃথিবীর কোনো শক্তি নেই যে তাহসিন বাহার সূচনাকে ঠেকাতে পারে। কারণ, সবার সমর্থন আছে তার সঙ্গে।
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে আরফানুল হক রিফাত মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়র রিফাতের মৃত্যু হয়। ১৮ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। এটা যাচাই-বাছাই করা হবে ১৫ ফেব্রুয়ারি। এরপর আপিল নিষ্পত্তির বিষয়টি সম্পন্ন হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি তারিখে। কুসিকের মেয়র প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ২৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ চলবে ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে কুমিল্লা সিটিতে দুই লাখ ৪২ হাজার ভোটার আছে।
সোনালীনিউজ/এম/এসআই