• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

কুসিক উপ নির্বাচন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন ৪ প্রার্থী


কুমিল্লা প্রতিনিধি ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৮:৩৪ পিএম
কুসিক উপ নির্বাচন মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন ৪ প্রার্থী

কুমিল্লা: আসন্ন ৯ মার্চ অনুষ্ঠিত হবে কুমিল্লার সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ- নির্বাচন। মেয়র পদে উপ- নির্বাচনে শেষ দিনে চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার দুপুর ২ টায় পর্যন্ত  (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের  কাছে  মনোনয়ন জমা দেন দুই বহিষ্কৃত বিএনপি নেতা ও আওয়ামী লীগের দুই প্রার্থী সহ চারজন।

সকাল ১০ টায় কুমিল্লায় মহানগর বিএনপি নেতা এডভোকেট আতিকুল ইসলাম, এড তারেক আবদুল্লাহ, এড গোলাম মোস্তফা, আব্দুস সালাম মাসুক, হুমায়ুন কবির বিএনপির বহিষ্কৃত কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

সকাল ১১ টায় কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের নেতা  নিজাম উদ্দিন কায়সার পৌরসভা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, নগরীর ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামাল হোসেন, ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাসির হোসেন,কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুর রহমান বাচ্চুকে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

সকাল ১২ টায়  কুমিল্লা মহানগর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  ডা. তাহসিন বাহার সূচনা  মা মেহেরুন্নেসা বাহারকে সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এড জহিরুল ইসলাম সেলিম,  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান,  সদর উপজেলা চেয়ারম্যান এড. মো আমিনুল ইসলাম সহ প্রমুখ।

সবশেষে দুপুর ২ টায় মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূর-উর রহমান মাহমুদ তানিম কর্মীদের সঙ্গে নিয়ে তার মনোনয়নপত্র জমা দেন। 

এর আগে মেয়র পদে  কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম,সাংগঠনিক সম্পাদক ডা. তাহসীন বাহার সূচনা, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নূর-উর রহমান মাহমুদ তানিম, বিএনপির বহিষ্কৃত দু নেতা কুসিকের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও বহিষ্কৃত কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের নেতা  নিজাম উদ্দিন কায়সার। পাশাপাশি  মোঃ মাঈন উদ্দিন, মামুনুর রশিদ মামুন ও শফিকুর রহমানসহ  ৮ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

উল্লখ্য মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেওয়া হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিলের সময়সীমা ১৬-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯-২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন ৯ মার্চ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমে।

এমএস

Wordbridge School
Link copied!