Menu
ছবি : প্রতিনিধি
ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে চলন্ত অটোরিকশার সামনের চাকা খুলে উল্টে গিয়ে হাবিবুর রহমান (৪৮) নামে এক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
নিহতের স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। ৪ ছেলে-মেয়ে নিয়ে স্ত্রী আসমা আক্তারের কান্না যেন থামছেইনা। কাঁদছেন স্বজন ও প্রতিবেশীরাও।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় কানুরামপুর-ত্রিশাল সড়কে মধুপুর বাজার ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, হাবিবুর রহমান অটোরিকশা নিয়ে সকাল ৯টার দিকে মধুপুর বাজার থেকে দুইজন যাত্রী নিয়ে চরশ্রীরামপুর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। মধুপুর বাজার ব্রিজের পশ্চিম পাশে যেতেই হঠাৎ অটোরিকশার সামনের চাকা খুলে যায়।
এসময় অটোরিকশাটি উল্টে যায় এবং তার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক হাবিবুর রহমান মারা যান।
স্থানীয় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান মিন্টু বলেন, অটোরিকশার সামনের চাকা খুলে গিয়ে অটোরিকশাটি উল্টে যায় এবং তার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক হাবিবুর রহমান মারা যান।
নান্দাইল মডেল থানার (ওসি) তদন্ত মো. আবুল হাসেম বলেন, অটোরিকশা চালক হাবিবুর রহমান যাত্রী নিয়ে যাবার সময় অটোরিকশার সামনের চাকা খুলে উল্টে যায় এবং তার নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোনালীনিউজ/এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT