• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কুমিল্লায় ১ লক্ষ ৮০ হাজার ৫২৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসেছে


কুমিল্লা প্রতিনিধি  ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১১:১৭ এএম
কুমিল্লায় ১ লক্ষ ৮০ হাজার ৫২৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসেছে

ছবি : প্রতিনিধি

কুমিল্লা: কুমিল্লা শিক্ষাবোর্ডে ১৭৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭৩টি কেন্দ্রে ১লক্ষ ৮০ হাজার ৫২৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসেছে। 

কুমিল্লা বোর্ডের অধীনে ৬টি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮০ হাজারে ৫২৭ জন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৭৪ হাজার ৯৮১ জন এবং মেয়ে পরীক্ষার্থী ১ লাখ ৫ হাজার ৫৪৬ জন।

 

এ বোর্ডে বেশি পরীক্ষার্থী কুমিল্লা জেলায় , ১০২টি কেন্দ্রে ৫৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬২ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডে ৬টি জেলায় কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১ হাজার ৭ শ ৮৪টি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ২৭৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। 

কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ড. মোঃ নিজামুল করিম জানান, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কুমিল্লা বোর্ড ৬টি ভিজিল্যান্স টীম পরীক্ষার সকল বিষয় পর্যবেক্ষণ করছেন। 

সোনালীনিউজ/এম/এসআই

Wordbridge School
Link copied!